Bangla News Today

পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন

Why is Panchanan Karmakar famous?

পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন

পঞ্চানন কর্মকার ছিল বাংলা মুদ্রণ জগতের এক অসামান্য ব্যক্তিত্ব। পঞ্চানন কর্মকারের হাত ধরেই বাংলা হরফের সৃষ্টি।প্রথম বাংলা হরফ সৃষ্টির কৃতিত্ব পঞ্চানন কর্মকারেরই ।

পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন :

ভূমিকা :

বাংলা মুদ্রণশিল্পের ইতিহাসে যে স্বদেশী শিল্পীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন পঞ্চানন কর্মকার । চার্লস উইলকিন্স বাংলা হরফের স্রষ্টা হলেও তাঁর কাজে সহায়তা করেছিলেন বাংলার শিল্পী পঞ্চানন কর্মকার ।

পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন
পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন

পঞ্চানন কর্মকারের অবদান :

প্রথম বাংলা হরফ তৈরির প্রকৃত কারিগর চার্লস উইলকিন্স হলেও তাঁর কাজকে বাস্তবায়িত করতে সাহায্য করেছিলেন যিনি তিনি হলেন আমাদের স্বদেশী শিল্পী পঞ্চানন কর্মকার ।

নানাবিধ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা হরফের মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতেতিনি অগ্রণী ভূমিকা নেন।

হরফ সৃষ্টি :

প্রয়োজনের তাগিদে আকারে ক্ষুদ্র বিভিন্ন মাপের ও ছাঁচের বাংলা হরফতৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার ,তাছাড়া তিনি শ্রীরামপুর মিশনে ছাপাখানার জন্যে দেবনাগরী সহ অন্যান্য হরফও তৈরি করেছিলেন ।

১৭৯৩ খ্রি:কর্নওয়ালিস কোডের বাংলা অনুবাদ ছাপার জন্যে যে নতুন হরফ তৈরি হয় তা পঞ্চানন কর্মকারেরই অনবদ্য সৃষ্টি।

মুদ্রাক্ষর শিল্পে প্রশিক্ষণ :

অষ্টাদশ শতকের প্রারম্ভে উইলিয়াম কেরি  পঞ্চানন কর্মকারকে শ্রীরামপুর মিশন প্রেসে যোগদানের জন্যে আমন্ত্রণ জানান।

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়ে তিনি বহু বাঙালি শিল্পিকে মুদ্রাক্ষর শিল্পে প্রশিক্ষণ দেন।

মূল্যায়ন :

বাংলা মুদ্রণশিল্পের ইতিহাসে প্রথম বাঙালি হিসাবে পঞ্চানন কর্মকারের অবদান অপরিসীম ।তার হাত ধরেই মুদ্রণ শিল্প বিকাশ লাভ করে ।তাই পঞ্চানন কর্মকারকে বাংলা মুদ্রণের প্রথম স্বার্থক শিল্পী ও প্রবক্তা বলা হয়।

Why is Panchanan Karmakar famous?

সকালে খালি পেটে ছোলা খেলে যেসব উপকারিতা পাবেন

Facebook Page Link 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button