Bangla News Today

পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি 2025

How many districts are there in West Bengal and what are they 2025

পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি 2025

পশ্চিমবঙ্গের বর্তমানে 23 টি জেলা ও জেলা সদর রয়েছে । এই জেলা গুলির মধ্যে কিছু নতুন জেলা তৈরি হয়েছে । আগে পশ্চিমবঙ্গে 19 টি জেলা ছিল । পরবর্তী কালে নতুন করে আরো 4 টি জেলা গঠন করা হয়েছে প্রশাসনিক কাজের সুবিধার্থে

পশ্চিমবঙ্গের নতুন 4 টি জেলা

পশ্চিমবঙ্গে আগে 19 টি জেলা ছিল পরবর্তীকালে 2017 সালে আরো চারটি জেলা নতুন করে গঠন হয় । যেমন 2017 সালে বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা পরিণত হয়েছে । এই সালে ঘোষিত আরও দুটি জেলা ঝাড়গ্রাম জেলা ও কালিম্পং জেলা । 2025 বর্তমানে পশ্চিমবঙ্গের পাঁচটি বিভাগ ও 23 টি জেলা আছে ।

পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি 2025
পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি 2025

বর্তমানে পশ্চিমবঙ্গের 5 টি বিভাগ ও 23 টি জেলা

পশ্চিমবঙ্গে বর্তমান 23 টি জেলা ও 5 টি বিভাগ নিয়ে গঠিত । এই জেলা ও বিভাগ গুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

     জেলা             জেলাসদর

1) কলকাতা     কলকাতা

2) উওর 24 পরগনা  –  বারাসাত

3) দক্ষিণ 24 পরগনা  –  আলিপুর

4) হাওড়া  –  হাওড়া

5) নদীয়া  –  কৃষ্ণনগর

6) মুর্শিদাবাদ  –  বহরমপুর

7) পুরুলিয়া  –  পুরুলিয়া

8) বীরভূম  –  সিউড়ি

9) বাঁকুড়া  –  বাঁকুড়া

10) পূর্ব বর্ধমান  –  বর্ধমান

11) পশ্চিম বর্ধমান  –  আসানসোল

12) হুগলি  –  চুঁচুড়া

13) পূর্ব মেদিনীপুর  –  তমলুক

14) পশ্চিম মেদিনীপুর  –  মেদিনীপুর

15) কোচবিহার  –  কোচবিহার

16) কালিম্পং  –  কালিম্পং

17) আলিপুরদুয়ার  –  আলিপুরদুয়ার

18) দার্জিলিং  –  দার্জিলিং

19) জলপাইগুড়ি  –  জলপাইগুড়ি

20) ঝাড়গ্রাম  –  ঝাড়গ্রাম

21) উঃ দিনাজপুর  –  রায়গঞ্জ

22) দক্ষিণ দিনাজপুর  –  বালুরঘাট

23) মালদহ  –  ইংলিশ বাজার

পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগ

পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগ সম্পর্কে আলোচনা করা হলো ।

   ⚫ বর্ধমান বিভাগ

1) পূর্ব বর্ধমান জেলা

2) পশ্চিম বর্ধমান জেলা

3) বীরভূম জেলা

4) হুগলি জেলা

    ⚫ মালদা বিভাগ 

1) উত্তর দিনাজপুর জেলা

2) মালদহ জেলা

3) মুর্শিদাবাদ জেলা

4) দক্ষিণ দিনাজপুর জেলা

   ⚫  জলপাইগুড়ি বিভাগ

1) আলিপুরদুয়ার জেলা

2) কালিম্পং জেলা

3) কোচবিহার জেলা

4) জলপাইগুড়ি জেলা

5) দার্জিলিং জেলা

    ⚫  প্রেসিডেন্সি বিভাগ

1) উত্তর 24 পরগনা জেলা

2) কলকাতা জেলা

3) দক্ষিণ 24 পরগনা জেলা

4) নদিয়া জেলা

5) হাওড়া জেলা

    ⚫  মেদিনীপুর বিভাগ

1) পশ্চিম মেদিনীপুর জেলা

2) পুরুলিয়া জেলা

3) পূর্ব মেদিনীপুর জেলা

4) বাঁকুড়া জেলা

5) ঝাড়্গ্রাম জেলা

How many districts are there in West Bengal and what are they 2025

সবুজ বিপ্লব

Facebook Page Link 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button