পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি 2025
How many districts are there in West Bengal and what are they 2025

পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি 2025
পশ্চিমবঙ্গের বর্তমানে 23 টি জেলা ও জেলা সদর রয়েছে । এই জেলা গুলির মধ্যে কিছু নতুন জেলা তৈরি হয়েছে । আগে পশ্চিমবঙ্গে 19 টি জেলা ছিল । পরবর্তী কালে নতুন করে আরো 4 টি জেলা গঠন করা হয়েছে প্রশাসনিক কাজের সুবিধার্থে
পশ্চিমবঙ্গের নতুন 4 টি জেলা
পশ্চিমবঙ্গে আগে 19 টি জেলা ছিল পরবর্তীকালে 2017 সালে আরো চারটি জেলা নতুন করে গঠন হয় । যেমন 2017 সালে বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা পরিণত হয়েছে । এই সালে ঘোষিত আরও দুটি জেলা ঝাড়গ্রাম জেলা ও কালিম্পং জেলা । 2025 বর্তমানে পশ্চিমবঙ্গের পাঁচটি বিভাগ ও 23 টি জেলা আছে ।

বর্তমানে পশ্চিমবঙ্গের 5 টি বিভাগ ও 23 টি জেলা
পশ্চিমবঙ্গে বর্তমান 23 টি জেলা ও 5 টি বিভাগ নিয়ে গঠিত । এই জেলা ও বিভাগ গুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
জেলা জেলাসদর
1) কলকাতা কলকাতা
2) উওর 24 পরগনা – বারাসাত
3) দক্ষিণ 24 পরগনা – আলিপুর
4) হাওড়া – হাওড়া
5) নদীয়া – কৃষ্ণনগর
6) মুর্শিদাবাদ – বহরমপুর
7) পুরুলিয়া – পুরুলিয়া
8) বীরভূম – সিউড়ি
9) বাঁকুড়া – বাঁকুড়া
10) পূর্ব বর্ধমান – বর্ধমান
11) পশ্চিম বর্ধমান – আসানসোল
12) হুগলি – চুঁচুড়া
13) পূর্ব মেদিনীপুর – তমলুক
14) পশ্চিম মেদিনীপুর – মেদিনীপুর
15) কোচবিহার – কোচবিহার
16) কালিম্পং – কালিম্পং
17) আলিপুরদুয়ার – আলিপুরদুয়ার
18) দার্জিলিং – দার্জিলিং
19) জলপাইগুড়ি – জলপাইগুড়ি
20) ঝাড়গ্রাম – ঝাড়গ্রাম
21) উঃ দিনাজপুর – রায়গঞ্জ
22) দক্ষিণ দিনাজপুর – বালুরঘাট
23) মালদহ – ইংলিশ বাজার
পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগ
পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগ সম্পর্কে আলোচনা করা হলো ।
⚫ বর্ধমান বিভাগ
1) পূর্ব বর্ধমান জেলা
2) পশ্চিম বর্ধমান জেলা
3) বীরভূম জেলা
4) হুগলি জেলা
⚫ মালদা বিভাগ
1) উত্তর দিনাজপুর জেলা
2) মালদহ জেলা
3) মুর্শিদাবাদ জেলা
4) দক্ষিণ দিনাজপুর জেলা
⚫ জলপাইগুড়ি বিভাগ
1) আলিপুরদুয়ার জেলা
2) কালিম্পং জেলা
3) কোচবিহার জেলা
4) জলপাইগুড়ি জেলা
5) দার্জিলিং জেলা
⚫ প্রেসিডেন্সি বিভাগ
1) উত্তর 24 পরগনা জেলা
2) কলকাতা জেলা
3) দক্ষিণ 24 পরগনা জেলা
4) নদিয়া জেলা
5) হাওড়া জেলা
⚫ মেদিনীপুর বিভাগ
1) পশ্চিম মেদিনীপুর জেলা
2) পুরুলিয়া জেলা
3) পূর্ব মেদিনীপুর জেলা
4) বাঁকুড়া জেলা
5) ঝাড়্গ্রাম জেলা