Status

বয়সে দুই বছরের বড় মেয়েকে বিয়ে করলে কী কী সুবিধা-অসুবিধা হতে পারে?

What are the advantages and disadvantages of marrying a girl who is two years older than you?

বয়সে দুই বছরের বড় মেয়েকে বিয়ে করলে কী কী সুবিধা-অসুবিধা হতে পারে?

বয়সে ছোট মেয়েকেই স্ত্রী হিসেবে পেতে চান বেশির ভাগ মানুষ। এর পেছনে অনেক যুক্তিও দেখান তারা। কিন্তু জানেন কি বয়সে বড় মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করার কতো লাভ আছে। এর উদাহরণও রয়েছে।

What are the advantages and disadvantages of marrying a girl who is two years older than you?

অভিষেক-ঐশ্বরিয়া থেকে সচিন-অঞ্জলি, তরকা জগতে বয়সে বড় মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করার উদাহরণ ভুরিভুরি।

তবে শুধুই সেলিব্রেটি নয়, আজকাল নিজেদের আশেপাশে একবার চোখ মেললেই এমন উদাহরণ প্রায়ই দেখা যায়।

বয়সে বড় মেয়েরা স্বাভাবিকভাবেই ছোট মেয়েদের তুলনায় অনেক ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে। যা ছেলেদের আকৃষ্ট করে বেশি।

বিয়ের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর বয়স কম হবে, আমরা সাধারণত এমনটাই দেখে অভ্যস্ত। তবে তারকাদের মধ্যে কাউকে কাউকে নিজের থেকে বেশি বয়সী নারীকে বিয়ে করার ঘটনা আমরা দেখতে পেয়েছি। সদ্য বিবাহিত বলিউড তারকা ভিকি কৌশলের থেকে তার স্ত্রী ক্যাটরিনা কাইফ পাঁচ বছরের বড়। এদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন তার স্বামী অভিষেক বচ্চনের থেকে তিন বছরের বড়। বিশ্বখ্যাত তারকা প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী নিক জোনাসের থেকে বড় দশ বছরের।

বড় মেয়েকে বিয়ে করলে কী কী সুবিধা

শুধু তারকাদের ক্ষেত্রেই যে বয়সে বড় নারীকে বিয়ে করার ঘটনা ঘটে, তা কিন্তু নয়। সাধারণের মধ্যেও এটি ঘটে থাকে। তবে সেটি খুব কম সংখ্যক ক্ষেত্রে ঘটে বলে বেশিরভাগ সময় আমাদের জানাশোনার বাইরে থেকে যায়। আবার প্রচলিত ধারার সঙ্গে এটি যায় না বলেই অনেকে গোপন রাখেন। স্ত্রী তার স্বামীর চেয়ে বয়সে বড় হবে, এটি মেনে নেওয়ার মতো মানসিক সামর্থ্য আমাদের সমাজে এখনও খুব বেশি মানুষের হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button