যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নতুন হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি সময় ধরে রয়েছেন তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। না হলে জরিমানা কিংবা জেল হতে পারে।গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল এক টুইটে দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন, ‘তাদের অবশ্যই কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিবন্ধন করতে হবে। নাহলে জরিমানা বা জেল হতে পারে। ’
ট্রাম্পকে ট্যাগ করা ওই টুইটে বলা হয়, ‘অবৈধ এলিয়েনদের প্রতি স্পষ্ট বার্তা, এখনই বের হয়ে যাও।’ ওই পোস্টে ট্রাম্পের দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করা হয়েছিল।
জানা গেছে, নিজে থেকে না গেলে স্বরাষ্ট্র দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করবে। কিছু গোছানো যাবে না। চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত দিনপ্রতি ৯৯৮ ডলার জরিমানা দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ টাকা।
আরো পড়ুন : নির্বাচনি প্রচারণায় থাকছে না পোস্টার