ইনফো নিউজ

ফজরের নামাজ কয় রাকাত

How many rak'ahs is the Fajr prayer?

ফজরের নামাজ কয় রাকাত–আপনি যদি ফজরের নামাজ সম্পর্কে সব খুটি নাটি জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন কারন আমরা ফজরের নামাজের সব বিষয় গুলো তুলে ধরব। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক।

ফজরের নামাজ কয় রাকাত

ফজরের নামায মােট ৪ রাকআত

২ রাকআত সুন্নতে মুয়াক্কাদাহ।।

২ রাকআত ফরয।

ফজরের দুই রাকআত সুন্নতের নিয়ত
ফজরের নামাজ কয় রাকাত
ফজরের নামাজ কয় রাকাত

رسول وی آن اصلى لله تعالی رکعتی صلوة الفجر الله تعالی متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر .

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকআতাই সলাতিল ফাজরি ছুন্নাতু রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত: আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য ফজরের দুই রাকয়াত সুন্নাত নামায আদায় করিতেছি, আল্লাহু আকবার।

How many rak’ahs is the Fajr prayer?

ফজরের দুই রাকআত ফরযের নিয়ত

 

آن صلى الله تعالی رکعتی صلوۃ الفجر فرض الله و تعالی متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতাই সলাতিল। ফাজরি ফারদুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি | আল্লাহু আকবার ।

বাংলা নিয়ত: আমি বেকলামুখী হইয়া আল্লাহর জন্য ফজরের দুই রাকয়াত ফরজ নামায আদায়ের নিয়ত করিতেছি। আল্লাহু আকবার ।

জামাআতের সাথে ইমামের পিছনে নামায আদায় করা হলে নিয়ত করার সময় ফারদুল্লাহি তাআলা এর পর বলতে হবে ইকৃতাদাইতু বিহা-যাল ইমাম। অতঃপর বাকী আংশ বলবে ।

আরো পড়ুন : তাহাজ্জুদ নামাজের সময় সূচি ও নিয়মাবলী ২০২৫

Facebook Page Link 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button