
আমার আমি কে ফেরত দাও
আমার আমি কে ফেরত দাও,
কথা দিলাম, ভুলে যাবো তোমাকে এক নিমিষেই!

যে আমি নিঃস্ব হয়েছিলাম তোমার অভাবে,
সে আমি আজও দগ্ধ হয় প্রতিটি রাতে।
যে আমি চোখ বন্ধ করলে শুধু তোমায় দেখতো,
সে আজ আয়নায় নিজেকেই চিনতে পারে না!
তুমি নিয়ে গেলে আমার হাসির সব রং,
নিয়ে গেলে আমার সকল অনুভূতি,
ফিরিয়ে দাও সেই নির্ভেজাল আমিটাকে,
যে ভালোবাসতো, অথচ কাঁদতো না!
আমি আর চাই না তোমার স্মৃতির ভার,
চাই না সেই অভ্যস্ত রাতগুলোর অস্থিরতা,
আমি শুধু আমার ফেলে আসা আমিটাকে চাই,
যে তোমার আগে কষ্ট কাকে বলে জানতো না!
ফিরিয়ে দাও আমাকে, কথা দিলাম,
ভুলে যাবো তোমাকে এক নিমিষেই!
Give me back who I am