Bangla News Todayরাজনীতি
মোবাইল ফোন ও টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন
Friend killed by friends over mobile phone and money

মোবাইল ফোন ও টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন
মাদক সেবন নিয়ে ঝামেলা এবং মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নিতে নিজ বন্ধুদের হাতে বন্ধু খুন হয়েছেন হাসান প্যাদা (৩০)। তিনি এয়ারপোর্ট থানার লাকুটিয়া এলাকার খোকন প্যাদার ছেলে। হাসান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসানের দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম এসব কথা বলেন।
Friend killed by friends over mobile phone and money
পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, আসামি রাকিব মুন্না এবং হাসান পাশাপাশি বাসার বাসিন্দা এবং সহচর।
আসামি রাকিব এবং মুন্না পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হাসানকে হত্যা করে। মূলত হাসানের সঙ্গে থাকা টাকা এবং মোবাইল নেওয়ার উদ্দেশ্যে আসামি মুন্না প্রথমে হাসানের গলা চেপে ধরে।