Bangla News Todayরাজনীতি

মোবাইল ফোন ও টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন

Friend killed by friends over mobile phone and money

মোবাইল ফোন ও টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন

মাদক সেবন নিয়ে ঝামেলা এবং মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নিতে নিজ বন্ধুদের হাতে বন্ধু খুন হয়েছেন হাসান প্যাদা (৩০)। তিনি এয়ারপোর্ট থানার লাকুটিয়া এলাকার খোকন প্যাদার ছেলে। হাসান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসানের দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আসামিরা হলেন এয়ারপোর্ট থানার ক্ষুদ্র কাটিয়ে এলাকার হারুন সরদারের ছেলে শাকিব সরদার ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চেচরি গ্রামের চান মিয়া হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হাসানকে বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে হাসানের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Friend killed by friends over mobile phone and money

পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, আসামি রাকিব মুন্না এবং হাসান পাশাপাশি বাসার বাসিন্দা এবং সহচর।

গত ২ এপ্রিল রাতে আসামি সাকিব ও মুন্না মাদকসেবন করার উদ্দেশ্যে হাসানকে নিয়া বাড়ির পেছনে শাহজাহান হাওলাদারের বাগানে যায়। সেখানে তারা ৩ জন ধূমপান করে। 

আসামি রাকিব এবং মুন্না পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হাসানকে হত্যা করে। মূলত হাসানের সঙ্গে থাকা টাকা এবং মোবাইল নেওয়ার উদ্দেশ্যে আসামি মুন্না প্রথমে হাসানের গলা চেপে ধরে।

অপর আসামি সাকিব তার পরিধেয় প্যান্টের বেল্ট খুলে হাসানের গলায় ফাঁস দিয়ে মৃত নিশ্চিত করে চলে যায়।

নির্বাচনি প্রচারণায় থাকছে না পোস্টার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button