Bangla News Today

ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন

Freelancing Admission Test Questions

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন

 

যুব উন্নয়ন অধিদফতরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ভর্তি পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে জেনে নিন :

 

০১ কম্পিউটার জগতের কিংবদন্তি কে-
উত্তরঃ বিল গেটস
০২ NASA এর পূর্নরূপ কী ?
উত্তরঃ National Aeronautics and Space Adminstration (NASA)
০৩ NASA এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ফ্লোরিডা ( USA )
০৪ ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাস্টিন মক্সোভিটজ, এডুয়ার্জে, উস্যাভেরিন।
০৫ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৪ সালে ।
০৬ FACEBOOK -এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ California
০৭ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ গুগল এর প্রতিষ্ঠাতা মূলত দুইজন। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
০৮ Google কবে প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ ১৯৯৮ খ্রিঃ
০৯ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট কি কি ?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১০ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটার কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১১ টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে, ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১২ Youtube কি ?
উত্তরঃ YouTube ভিডিও শেয়ারিং সাইট

Freelancing Admission Test Questions

১৩ YouTube এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম।
১৪ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ।
১৫ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
১৬ উইকিপিডিয়া কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জিমি ওয়েলস ( যুক্তরাষ্ট্র )
১৭ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন।
১৮ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম
১৯ কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কী ?
উত্তরঃ #Dual_Port_Transreceive
২০ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কী?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
২১ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
২২ বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ?
উত্তরঃ মোজাইক
২৩ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত-
উত্তরঃ USA
২৪ কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতির উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম ?
উত্তরঃ লেজার প্রিন্টার
২৫ 4G এর প্রকৃত ব্যান্ডউইথ কত ?
উত্তরঃ 10Mbps
২৬ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডট কম রেজিষ্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে।
২৭ বাংলাদেশে কত সালে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে
২৮ মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ মার্টিন কুপার।
২৯ HTML এর পূর্ণরুপ কি ?
উত্তরঃ Hyper Text Markup Language
৩০ CSS এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Cascading Style Sheets
৩১ Php এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Hypertext Preprocessor
৩২ ICT এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Information and Communication Technology
৩৩ Wi-Fi এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Wireless Fidelity
৩৪ LCD এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Liquid Crystal Display
৩৫ কম্পিউটার বায়োস ( BIOS ) কি ?
উত্তরঃ Basic Input Output System
৩৬ যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ এন্টিভাইরাস
৩৭ ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে ?
উত্তরঃ নেটিজেন
৩৮ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি
৩৯ গুগল হলো-
উত্তরঃ সার্চ ইঞ্জিন
৪০ IP এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Internet Protocol.
৪১ ‘ মাইক্রোসফট উইন্ডোজ ’এর সর্বশেষ ভার্সন-
উত্তরঃ উইন্ডোজ-১০
৪২ বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত –
উত্তরঃ কক্সবাজার
৪৩ বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ ?
উত্তরঃ চীন
৪৪ বিশ্বগ্রাম ধারণার জনক-
উত্তরঃ মার্শাল ম্যাক্লুহান
৪৫ সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপন করা হয় ?
উত্তরঃ সাগরের তলদেশে
৪৬ ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে-
উত্তরঃ http
৪৭ IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন–
উত্তরঃ IPV 4
৪৮ BRTC- এর পূর্ণরূপ কোনটি ?
উত্তরঃ Bangladesh Telecommunication Regulatory Commission
৪৯ সুপার কম্পিউটারের উদ্ভাবক কে ?
উত্তরঃ সেসুর ক্রো
৫০ Internet শব্দটির উৎপত্তি-
উত্তরঃ Internet connected Network থেকে
৫১ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ কাজ করলে বা যা তৈরি হয় তাকে কি বলে?
উত্তরঃ ডকুমেন্ট
৫২ বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য একটি সফটওয়্যার এর নাম লিখ ?
উত্তরঃ বিজয়।
৫৩ ডকুমেন্ট সংরক্ষন করা হয় কোন কমান্ডের সাহায্যে ?
উত্তরঃ Save
৫৪ আধুনিক কম্পিউটারের জনক কে ?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ।
৫৫ কম্পিউটারের আবিষ্কারক কে ?
উত্তরঃ হাওয়ার্ড অ্যাইকেন ।
৫৬ প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
উত্তরঃ লেডি অ্যাডা আগাষ্টা

ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন
ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন
৫৬ কম্পিউটারের প্রজম্ন কয়টি ?
উত্তরঃ কম্পিউটারের প্রজম্ন ছয়টি ।
৫৭ IC শব্দের পূর্নরূপ কোনটি ?
উত্তরঃ Integrated Circuit.
৫৮ আউটপুট ডিভাইসের উদাহরন-
উত্তরঃ প্রিন্টার, মনিটর, প্লটার
৫৯ প্রাইমারি মেমোরির উদাহরন-
উত্তরঃ র‌্যাম, রোম
৬০ RAM এর পূর্ন নাম কি ?
উত্তরঃ Random Access Memory
৬১ ROM এর পূর্ন নাম কি ?
উত্তরঃ Read Only Memory
৬২ HDD এর পূর্ন নাম ?
উত্তরঃ Hard Disk Drive.
৬৩ ROM কোন ধরনের মেমোরি ?
উত্তরঃ স্থায়ী মেমোরি ।
৬৪ RAM কোন ধরনের মেমোরি ?

Facebook Page Link 

ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ছাত্রজীবনে সফল হওয়ার অভ্যাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button