
বন্ধু নিয়ে ছন্দ
প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার।
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।
বন্ধু তুমি আপন হয়ে…..,,,,, বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি…….,,, করে দাও পর।
সুখের নদী হয়না যেন…… দুঃখের বালু চর।
সব সময় নিও বন্ধু আমার খবর।।।।
ভালো লাগার কিছু স্বপ্ন,,,,,,,,,,,,, মন ছুঁয়ে যায়।
ভালো লাগার কিছু গল্প.,,,,,,,,,,, জীবন রাঙায়।
ভালো লাগার কিছু মানুষ.,,,,,,, বন্ধু হয়ে রয়।
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।
Rhyme about friends

বন্ধু তুমি এত ভালো,,,,,,,,,
জীবনে আমার ফিরে আসলো,,,,,,
ভুলে গেছি আধার কালো,,,,,,,,
তোমার মতো বন্ধুর আলো সবার জিবনে জ্বলো।
বন্ধু বলে ডাকো যারে.,,,,,,,,
সে কি তোমায় ভুলতে পারে??????
যেমন ছিলাম তোমার পাশে,,,,,,,,, আজও আছি ভালবেসে।
Rhyme about friends
ফুল ফুটেছে সারি সারি.. ,,, ….
বন্ধু আসবে কবে আমার বাড়ি।।।দেখবো তোমায় দুচোখ ভরে……. আকব ছবি জতন করে।
আসো যদি আমার বাড়ি,,,,,,,,,, খেলবো দুজন লুকোচুড়ি
সুন্দর এই পৃথিবী,,,,,,,,,,,,, স্নিগ্ধ তার বাতাস।
সপ্নিল এই জীবন,,,,,,,,,, সৃতি ময় তার আকাশ।
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,,,,,,,,,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা??? (বন্ধু নিয়ে রোমান্টিক ছন্দ)
মনটা হলো উড়াল পাখি,,,,,,,, উড়ে উড়ে যায়।
যাওয়ার সময় হঠাৎ করে ১টা মানুসের দেখা পায়।
মনকে আমি প্রশ্ন করি?
কি বলতে চাও?????? মন বলে ওকে,,,,,,?
তোমার বন্দু করে নাও।।।
বন্ধু মানে জীবনের পরিচয়……….
বন্ধু মানে খেলার সাথী………
বন্ধু মানে অজানা 1 পরীর গল্প………
তাই বন্ধুকে কখনো কষ্ট দিয়ো না।
বন্ধুর ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর!!!
তাই বন্ধুর মত বন্ধু একটা হলেই হয়।
বন্ধু নিয়ে ছন্দ
Rhyme about friends