
প্রিয় পাঠক আপনি কি ২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ হবে জানতে চাচ্ছেন কিন্তু সঠিক কোন তথ্য খুঁজে পাচ্ছেন না ? চিন্তার কোন কারণ নেই। কারণ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব,২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ ?
২০২৫ ঈদুল ফিতর কত তারিখ ?
মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান গুলোর মধ্যে রমজান মাস , ঈদুল ফিতর এবং ঈদুল আযহা হল সবথেকে বড় অনুষ্ঠান। আর পুরা মুসলিম বিশ্ব এই তিনটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। তাই আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো,২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ তারিখে হবে তার বিস্তারিত তথ্য।
২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ
২০২৫ সালের রমজান ঈদ চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ রোজ সোমবার পালিত হতে পারে। রমজান মাস ১ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলতে পারে। রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর ৩০ মার্চ রবিবার, আর ৩০ দিনের হলে ৩১ মার্চ সোমবার উদ্যাপিত হবে।ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে সাধারণত তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে ২০২৫ সালে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে।

What is the date of Eid al-Fitr 2025?
২০২৫ সালের শবে কদর
২০২৫ সালে রমজান মাস এর হিসেব অনুযায়ী হিজরী সন ১৪৪৬ এর রমজান হবে ১ই মার্চ রোজ শনিবার। এছাড়াও যেহেতু রমজান বা রোজা চাঁদ দেখার উপরে নির্ভর করে তাই দু একদিন আগে এবং পরেও ২০২৫ সালের রমজান মাস বা রোজা শুরু হতে পারে। আর তাই উপরে বর্ণিত তথ্য অনুযায়ী ২০২৫ সালের শবে কদর ২৮ শে মার্চ রোজ শুক্রবার অথবা ২/১ দিন আগে এবং পরে হতে পারে।
আরো পড়ুন: রমজান মাস জুড়ে আপনার করণীয় কি ?