Statusইনফো নিউজ

হিযবুত তাহরী কিসের সংগঠন ?

হিযবুত তাহরী কিসের সংগঠন ? হিযবুত তাহরীর (বাংলা ভাষায়: মুক্তির দল) একটি ইসলামি মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, যার বিবৃত লক্ষ্য হল ইসলামি খিলাফত প্রতিষ্ঠা, মুসলিম সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বব্যাপী শরিয়া বাস্তবায়ন করা।

হিযবুত তাহরী কিসের সংগঠন ?

 

একটি ইসলামি মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, যার বিবৃত লক্ষ্য হল ইসলামি খিলাফত প্রতিষ্ঠা, মুসলিম সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বব্যাপী শরিয়া বাস্তবায়ন করা।

হিযবুত তাহরীর حِزْبُ التَحْرِير
নেতা শায়খ আতা আবু রাশতা
প্রতিষ্ঠাতা শায়েখ তাকিউদ্দীন আন-নাবহানী
প্রতিষ্ঠা ১৪ মার্চ ১৯৫৩
সদর দপ্তর বৈরুত, লেবানন

আদর্শ/মুলনীতি

ইসলামী গণতন্ত্র,ইসলামী মৌলবাদ,আধুনিক ইসলাম,প্যানইসলামিজম, ওয়াহাবী আন্দোলন,সালাফি আন্দোলন, দেওবন্দি, দ্বিজাতি তত্ত্ব, কুতুবী মতবাদ,জিহাদী মতবাদ, জ্ঞানের ইসলামীকরণ,তুর্কী মডেল, মাদখালী মতবাদ

হিযবুত তাহরী কিসের সংগঠন ?
হিযবুত তাহরী কিসের সংগঠন ?

ইতিহাস

ইসলামি খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫৩ সালে এ দল প্রতিষ্ঠিত হয়। ইসলামি খিলাফত হচ্ছে সে ব্যবস্থা যা পৃথিবীতে ইসলামি শরীয়াহ-র বাস্তবায়ন করে থাকে এবং ‘দাওয়াত ও যুদ্ধের’ মাধ্যমে ইসলাম-কে পৃথিবীর বিভিন্ন সভ্যতার নিকট উপস্থাপন করে থাকে। হিযবুত তাহরীর মনে করে মুসলমান বিশ্বের সকল সমস্যার মূলে রয়েছে উম্মাহর মধ্যে খিলাফত ব্যবস্থার অনুপস্থিতি এবং খিলাফত ব্যবস্থাই হচ্ছে মুসলিম উম্মাহর ঐক্য ও শক্তির প্রতীক।

কার্যকারিতা :

খিলাফত প্রতিষ্ঠার ইসলামি ফরয দায়িত্ব পালনের লক্ষ্যে হিযবুত তাহরীর সমগ্র বিশ্বে কাজ করে থাকে। এবং এক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.) -এর পবিত্র জীবন থেকে হিযবুত তাহরীর তাদের কর্মপদ্ধতি গ্রহণ করেছে। হিযবুত তাহরীর খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ধরনের সশস্ত্র পন্থায় বিশ্বাস করে না। বরং তারা একমাত্র বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক পদ্ধতিতেই কর্মকাণ্ড পরিচালনায় বিশ্বাসী। হিযবুত তাহরীর মনে করে যে যেভাবে রাসূলুল্লাহ (সা.) তার মক্কী জীবনে বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে মদিনায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সে কর্মপদ্ধতিতেই আবার খিলাফত ব্যবস্থা ফিরে আসবে ।

রাজনৈতিক দলসমূহ

Al Asalah,হিজবুল্লাহ, হিযবুত তাহরীর,জামায়াতে ইসলামী,মুসলিম ব্রাদারহুড,National Congress (Sudan),Pan-Malaysian Islamic Party,United Malays National Organisation,Al Wefaq,Islamic Renaissance Party of Tajikistan,Welfare Party,National Islamic FrontIslamic Salvation Front.

হিজবুত তাওহীদ কি নিষিদ্ধ সংগঠন?

হেযবুত তওহীদ ধর্মভিত্তিক একটি সংগঠন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সংগঠনটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কালো তালিকাভুক্ত।

আরো জানুন : ইসলামিক ছোট ছোট দোয়া

Facebook Page Link 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button