Bangla News Todayরাজনীতি

সব ধরনের মামলা থেকে মুক্ত তারেক রহমান

হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই রায় ঘোষণা করেন।

সব ধরনের মামলা থেকে মুক্ত তারেক রহমান

 

এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানে বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বর্তমানে দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ নেয়া হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে মামলা করে।

বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এতে করে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতিতে আর কোনো বাধা থাকল না।

আরো পড়ুন : ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস লুৎফর রহমান বাবর

Facebook page link 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button