রাজনীতি

সংবিধান সংশোধন নিয়ে যে মতামত জানাল বিএনপি

The BNP's opinion on constitutional amendment

সংবিধান সংশোধন নিয়ে যে মতামত জানাল বিএনপি–জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে গণভোট, গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত পোষণ করেনি বিএনপি। সংবিধান সংশোধন করা যেতে পারে উল্লেখ করে দলটি বলেছে, এক্ষেত্রে মূলনীতি পরিবর্তন করা যাবে না।

 সংবিধান সংশোধন নিয়ে যে মতামত জানাল বিএনপি

 

রোববার জাতীয় সংসদের এলডি ভবনে পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি।

বিএনপি মনে করে, সংবিধান সংশোধন করা যেতে পারে তবে মূলনীতি পরিবর্তনের পক্ষে নয় দলটি। ‘মৌলিক অধিকার এবং স্বাধীনতা’ নামে আলাদা চ্যাপ্টার সংযুক্ত করার জন্য সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা জানিয়েছে বিএনপি।

বিএনপি বলছে, গণপরিষদ কিংবা গণভোটের নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নিতে পারে।

এক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি, এটা আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকার কারণে এ ধরনের অভিমত আসতে পারে। কারণ, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সোশ্যাল কালচার নামে অর্থনীতির বিষয়টা নিয়ে সুষ্ঠু সরকারব্যবস্থার ওপর ছেড়ে দিতে হবে।

নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের বিষয় কমিশন গঠনের প্রস্তাব করেছে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদের কিছু প্রতিষ্ঠান সদস্য করার কথা বলা হয়েছে। কাউন্সিল গঠন প্রক্রিয়া ও কার্যপরিধি যেভাবে বর্ণনা করা হয়েছে, তাতে দেখা যাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই।

আমরা মনে করি, রাষ্ট্র পরিচালিত হবে জনপ্রতিনিধিদের দ্বারা। তবে এ প্রস্তাব আলাপ-আলোচনা করে পুনর্বিবেচনা করা যেতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপির ভিন্নমত রয়েছে, সেখানে দলটি পয়েন্টভিত্তিক লিখিত আকারে মতামত দিয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতে দলের ৩১ দফা রূপরেখার সঙ্গে মিল রেখেই পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরেছে। দলটি মনে করে, জাতীয় ঐকমত্য কমিশনের সংবিধানের প্রস্তাব স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। এটি উচিত ছিল।

সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাব। সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অনেকটা পুনর্লিখনের মতো। পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় যে প্রস্তাব ছিল, সেটির পক্ষে তারা। বিএনপি আরও বলছে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা এবং জাতীয় পরিচয়পত্র সেবা ইসির হাতে থাকা উচিত। নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জন্য সংসদীয় কমিটির হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবের সঙ্গে একমত নয় দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে দলীয় মতামত হস্তান্তর করে। এ সময় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : সব ধরনের মামলা থেকে মুক্ত তারেক রহমান

Facebook page link 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button