বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি ?

বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি ?-বাংলাদেশে প্রধানত দ্বিদলীয় শাসনব্যবস্থা বিরাজমান। অর্থাৎ দুই দলের বাইরে অন্য কোনো দলের নামে নির্বাচনে জয়লাভ কারো পক্ষে অত্যন্ত কঠিন। এখানে প্রধান দুই দল পালাক্রমে দেশ শাসন করে থাকে।দেশে রাজনৈতিক দলের পরিচয়ে নির্বাচনে অংশ নিতে নিববন্ধনের প্রয়োজন হয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) নিববন্ধন পেয়েছে ৫০ টি রাজনৈতিক দল। এসব দলের নিজস্ব প্রতীকও রয়েছে।
বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি ?
রাজনৈতিক দল গঠনের শর্তাবলী
নির্বাচন কমিশন অনুসারে একটি দল নিবন্ধিত হিসেবে স্বীকৃত হয় যদি এটি নিচে তালিকাভুক্ত দুটি শর্ত পূরণ করে:
- একটি দলকে আগের দুটি সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক সহ অন্তত একটি আসন নিশ্চিত করতে হবে।
- যে সব আসনে তাদের প্রার্থীরা পূর্বোক্ত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ নিশ্চিত করা।
- একটি কার্যকরী কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে হবে, যে কোনো নামে এটিকে একটি কেন্দ্রীয় কমিটির নামে ডাকা যেতে পারে, কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় অফিস এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে এবং প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকতে হবে।
ক্রমিক নং | দলের নাম | প্রতীক |
১ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) | ধানের শীষ |
২ | জাতীয় পার্টি (জাপা) | লাঙ্গল |
৩ | ইসলামী ঐক্য জোট | মিনার |
৪ | জাতীয় পার্টি (জেপি) | বাইসাইকেল |
৫ | বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) | চাকা |
৬ | বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি | কাস্তে |
৭ | লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) | ছাতা |
৮ | বাংলাদেশ খেলাফত আন্দোলন | বটগাছ |
৯ | বাংলাদেশ মুসলিম লীগ | হারিকেন |
১০ | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি | কুঁড়েঘর |
১১ | বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) | মই |
১২ | জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) | তারা |
১৩ | বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি | হাতুড়ি |
১৪ | গণফোরাম | উদীয়মান সূর্য |
১৫ | গণতন্ত্রী পার্টি | কবুতর |
১৬ | জাকের পার্টি | গোলাপ ফুল |
১৭ | জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) | মশাল |
১৮ | কৃষক শ্রমিক জনতা লীগ | গামছা |
১৯ | বিকল্পধারা বাংলাদেশ | কুলা |
২০ | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | মোমবাতি |
২১ | বাংলাদেশ কল্যাণ পার্টি | হাতঘড়ি |
২২ | ইসলামী আন্দোলন বাংলাদেশ | হাতপাখা |
২৩ | ন্যাশনাল পিপলস পার্টি | আম |
২৪ | বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) | গরুর গাড়ি |
২৫ | বাংলাদেশ তরিকত ফেডারেশন | ফুলের মালা |
২৬ | গণফ্রন্ট | মাছ |
২৭ | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) | গাভী |
২৮ | ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | চেয়ার |
২৯ | বাংলাদেশ খেলাফত মজলিস | রিকশা |
৩০ | বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি | কোদাল |
৩১ | খেলাফত মজলিস | দেয়াল ঘড়ি |
৩২ | জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | খেজুর গাছ |
৩৩ | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
৩৪ | বাংলাদেশ জাতীয় পার্টি | কাঁঠাল |
৩৫ | বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) | হাত (পাঞ্জা) |
৩৬ | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) | ছড়ি |
৩৭ | আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) | ঈগল |
৩৮ | জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) | সিংহ |
৩৯ | বাংলাদেশ কংগ্রেস | ডাব |
৪০ | তৃণমূল বিএনপি | সোনালী আঁশ |
৪১ | ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ | আপেল |
৪২ | বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) | মটরগাড়ি (কার) |
৪৩ | বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) | নোঙ্গর |
৪৪ | বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) | একতারা |
৪৫ | নাগরিক ঐক্য | কেটলি |
৪৬ | গণঅধিকার পরিষদ (জিওপি) | ট্রাক |
৪৭ | গণসংহতি আন্দোলন | মাথাল |
৪৮ | জাতীয় নাগরিক কমিটি | – |
৪৯ | বাংলাদেশ জামায়েত ইসলামি | দাঁড়িপাল্লা |
৫০ | বাংলাদেশ আওয়ামী লীগ | নৌকা |
সর্বশেষ রাজনৈতিক দল হিসাবে : বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারি খাতে চাকরির কোটা সংক্রান্ত সরকারের ২০১৮ সালের সার্কুলার বাতিল করার পর, ২০২৪ সালের জুনের গোড়ার দিকে বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করে। জুলাই মাসের শেষের দিকে সরকার বিক্ষোভকারীদের গণহত্যা , যা জুলাই গণহত্যা নামে পরিচিত, পরিচালনা করার পর এই আন্দোলন পূর্ণাঙ্গ গণঅভ্যুত্থানে রূপ নেয়। আগস্টের প্রথম দিকে, এই আন্দোলন একটি অসহযোগ আন্দোলনে রূপান্তরিত হয় , যার ফলে ৫ আগস্ট ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন । হাসিনার ক্ষমতাচ্যুতির ফলে একটি সাংবিধানিক সংকট দেখা দেয় , যার ফলে দেশের একমাত্র নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দেন। ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠনের কিছুক্ষণ পরেই জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়।
আরো জানুনঃ পদত্যাগের যে কারণ জানালেন নাহিদ ইসলাম