Bangla News Todayখেলা

জামালের চোখে হামজা চৌধুরী ‘বাংলাদেশের মেসি’

সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। ভারত ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, হামজা চৌধুরী বাংলাদেশের মেসি।

জামালের চোখে হামজা চৌধুরী ‘বাংলাদেশের মেসি’

হামজা চৌধুরী
হামজা চৌধুরী

 

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামালের। এরপর তারিক কাজী, শাহ কাজেমদের পথ ধরে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এখন হামজা। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি মাতানো হামজা বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

হামজার মতো বড় তারকাকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চিত জামাল বললেন, তিনিই বাংলাদেশের মেসি, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।’

হামজা চৌধুরী যেদিন থেকে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন, সেদিন থেকেই বাংলাদেশ দল–সংক্রান্ত যেকোনো আলোচনায় চলে আসে তাঁর নাম। আজ ভারত ম্যাচের প্রস্তুতি শুরুর দিনে বাংলাদেশের অনুশীলনে না থেকেও যেন ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাংবাদিকদের প্রশ্নের কেন্দ্রে হামজাই।

তেমনই এক প্রশ্নে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘হামজা এই গ্রুপের (বাংলাদেশের গ্রুপে) সেরা খেলোয়াড়। দক্ষিণ এশিয়ারই সেরা খেলোয়াড় সে। হামজা দলের জন্য অনেক বড় প্রেরণা।’ জামালের কথার সঙ্গে দ্বিমত করার আসলে কিছু নেই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার বাংলাদেশের হামজাই।

সেই হামজাকে নিয়ে ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। কিন্তু ভারতের মাঠে ভারতকে হারিয়ে আসা সহজ নয়। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্টলেকে আগে গোল করে শেষ পর্যন্ত ড্র করেছিল বাংলাদেশ। এবার কী আশা? ‘ভালো ফল আশা করি। ভারতের খেলোয়াড়দের সঙ্গে আমাদের তুলনা করলে আমি মনে করি বিশাল কোনো পার্থক্য নেই। অবশ্যই ৩ পয়েন্ট নিতে চাই’—ভারত ম্যাচের প্রস্তুতি শুরুর দিনে আত্মবিশ্বাসী জামাল।

আরো পড়ুন: আফগানিস্তান এর ক্রিকেট ইতিহাস

Facebook Page link 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button