বিনোদন

দেশে প্রথমবারের মতো তারকাদের নিয়ে ‘টি-টোয়েন্টি টুর্নামেন্ট’

ব্যাটে-বলে প্রিয় তারকারা লড়ছেন মাঠে, ডাগআউটে আর গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছেন অন্য তারকারা, এমন দৃশ্য দেখা যায় ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ। তবে প্রথমবারের মতো বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটর সকল নিয়মকানুন।

দেশে প্রথমবারের মতো তারকাদের নিয়ে ‘টি-টোয়েন্টি টুর্নামেন্ট’

 

বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৪ মে। চলবে ৩ মে পর্যন্ত। দিবারাত্রি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়।

টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি ও ২টি থাকবে প্র্যাকটিস ম্যাচ। তারকাদের এই প্রফেশনাল ক্রীড়া ইভেন্টটি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। সোমবার (২৪ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এসএস স্পোর্টস।

উক্ত অনুষ্ঠানে গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, স্পারটান্স নামে চারটি দল ঘোষণা করা হয়। ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি) হারল্যান, স্বপ্নধরা, গোল্ডস্যান্ডস গ্রুপসহ অন্যান্যরা টিম পার্টিসিপেন্টস হিসেবে অংশ নিচ্ছেন। ক্রীড়া ইভেন্টটির পাওয়ার্ড বাই স্পনসর আকিজ এয়ার, জার্সি স্পনসর জেভিকো ইলেকট্রনিকস লিমিটেড এবং ইভেন্ট পার্টনার এইস।

এদিকে সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আমিন খান, ইফরান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন ছাড়াও টি স্পোর্টস, আয়োজক প্রতিষ্ঠান এবং স্পন্সর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:  দেশজুড়ে চলছে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট স্টারলিংক উন্মাদনা

Facebook Page link 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button