অবশেষে নেইমারকে বাদ দেওয়ার ‘আসল কারণ’ জানালেন ব্রাজিল কোচ

অবশেষে নেইমারকে বাদ দেওয়ার ‘আসল কারণ’ জানালেন ব্রাজিল কোচ
বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলতে আগেই ব্রাজিল দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। দলটাতে নেইমারকে রাখেননি ইতালিয়ান কোচ। শুরুর ব্যাখ্যায় বলেছিলেন, চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডকে বাদ দেওয়া হয়েছে। পরে অবশ্য নেইমারের মন্তব্য বিতর্ক উসকে দেয়। সান্তোস তারকা দাবি করেন, তাকে বাদ দেওয়ার কারণ ফিটনেস নয়, কৌশলগত। শেষ পর্যন্ত ব্রাজিল কোচ স্বীকার করেছেন, কৌশলের কারণেই নেইমারকে দলে রাখেননি তিনি।
ব্রাজিল ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে। আনচেলত্তি তার দল ঘোষণা করেছেন আগস্টের শেষ দিকে। সেখানে নেইমার ছাড়াও সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকেও বাদ দেওয়া হয়েছে। ইতালিয়ান এই কোচ চিলির মুখোমুখি হওয়ার আগে চলমান বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। আনচেলত্তি বলেছেন, ‘এটা পুরোপুরি টেকনিক্যাল সিদ্ধান্ত, শারীরিক সমস্যার কারণে নয়। অনেকগুলো বিষয়কে ভিত্তি করেই এমন সিদ্ধান্ত। নেইমারের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে আমরা তার এবং অন্যদের শারীরিক অবস্থাও গুরুত্ব সহকারে বিবেচনা করেছি।’