
ব্রাজিল নিয়ে স্ট্যাটাস
ফুটবলে এমন কোন ট্রফি নেই যেটা তিনি জেতেননি শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া। এবার বিশ্বকাপটা ও জয় করার একটা সুযোগ এসেছে। আশা করা যায় এখানে ও ভাল কিছু একটা হবে। ফুটবল ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ ট্রফি জয়ী খেলোয়ার তিনি
- কথা একটাই ব্রাজিল
দল একটাই ব্রাজিল - খালি ব্রাজিল খালি ব্রাজিল খালি ব্রাজিল

ইদানিং দেখছি আর্জেন্টিনা🇦🇷 আর ব্রাজিল🇧🇷 এই ২ দল এর সাপোর্টার রা একজন আরেক জন কে নিয়ে অনেক খুটা দিয়ে পোস্ট করছে।
আর্জেন্টিনা🇦🇷 কে সাপোর্ট করি তার মানে এই না যে ব্রাজিল🇧🇷 কে খুটা দিয়ে কথা বলবো বা পোস্ট করবো।
বা ব্রাজিল🇧🇷 কে সাপোর্ট করি তার মানে এই না যে আর্জেন্টিনা🇦🇷 কে খুটা দিয়ে কথা বলবো বা পোস্ট করবো।
আমরা আমাদের মতো থাকবো ওরা ওদের মতো থাকবে বা পোস্ট করবে ।
কিন্তু এক জন আরেক জন কে খুটা দিয়ে কথা বলবে এর এ থেকেই তো শত্রুতা বা মারা মারি শুরু হয়।
যে,যে দল সাপোর্ট করবে তার সে দল নিয়েই পোস্ট করা উচিত,অন্যকে খুটা দিয়ে না।সবসময় ব্রাজিল, ভবিষ্যতেও ব্রাজিল
হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল🇧🇷
Status about Brazil
জার্মানি, আহারে!
দেখা হবে কাতারে?
আর্জেন্টিনা আহারে!
দেখা হবে কাতারে?
ফ্রান্স আহারে!
দেখা হবে কাতারে?
অনেকদিন হলো বিশ্বকাপ জিতিনি, সাম্প্রতিক সময়টাও ভালো যায়নি।
জিতেছে কনফেডারেশন কাপ।
নেইমার তুমি এবার জিতবে ৬ ষ্ট তম বিশ্বকাপ!
নেইমার তুমি দলের লিডার,
বলছে স্বয়ং পেলে।
নেতৃত্বত তাই দিতেই হবে তোমায়,
বুদ্ধি আর কৌশলে।
১৬ বছর হয়ে গেল,
বিশ্ব জয়ের পর।
ধৈর্য অনেক ধরেছি আমরা,
রাজি নয় তো আর।
নেইমার তুমি এবার ওই ঘুম চাও!
১৬ বছরের হাহাকার!
গানের ছন্দে এগিয়ে চলো,
বিশ্বজয়ের দিকে।
লক্ষ্য এবার দিবেই ধরা,
তোমার পায়ের জাদুতে।
ব্রাজিল-নিয়ে-স্ট্যাটাস
Status about Brazil